স্টাফ রিপোর্টার
খুলনায় মহিলা আওয়ামী লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এবং ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে ( ৫০) গ্রেপ্তার করছে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।কেএমপির মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তার বিরুদ্ধে জুলাই-আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত মহিলা কাউন্সিলর লিলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।