কুষ্টিয়ার খোকসায় একটি কারখানায় পচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল আখের গুড় তৈরি করে আসছিল একটি চক্র। এর অভিযোগে ওই কারখানার মালিক আওয়ামী নেতা দিলীপ বিশ্বাস ও তার ভাই রাজকুমার বিশ্বাসকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে দিলীপ ট্রেডার্স নামের ওই ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী। দিলীপ বিশ্বাস খোকসা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী জানান, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি নকল গুড় উৎপাদন করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ভেজাল গুড় তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। এ সময় আটক প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ নেতা দিলীপ বিশ্বাসকে একমাসের জেল এবং তার ভাইকে একলাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।
–কুষ্টিয়া প্রতিনিধি