বটিয়াঘাটায় ভ্যানচালক রাশেদ হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

5
Spread the love

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জের চর গ্রামের ভ্যানচালক মো. রাশিদুল গাজী ওরফে রাশেদ (১৮) হত্যা মামলার তিন আসামির প্রত্যেককে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদ- ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং হত্যাকা-ের পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদ- ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজগ্রামের মৃত. মমিন ইসলামের ছেলে  মো. রবিউল ইসলাম (২৮), মৃত. কুরমান আলির ছেলে  মো, বনি আমিন শেখ (২৮) ও মো. হাফিজুর রহমানের ছেলে মো. শহিদুল ইসলাম (২২)। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় তিন আসামিই উপস্থিত ছিলেন।

নিহতের পিতা হালিম গাজী জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট । তবে এ রায় যাতে দ্রুত কার্যকর হয় সেই কামনা করি ।

আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ মেহেদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ১৯ আগস্ট সকাল ৯টার দিকে রাশেদ শ্যামগঞ্জের চর গ্রামের নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেনি। পরদিন ২০ আগস্ট দুপুর ২টার দিকে লোক মারফত জানা যায় ভ্যানটি ইকবাল মেম্বারের বাড়িতে আছে। সেখানে দিয়ে জানা যায় ভ্যানটি আল মাহমুদ খানের বাঁশ বাগানের পাশে পাওয়া গেছে। তখন খোঁজাখুজি করে মাহমুদ খানের বাঁশ বাগানের পাশে হাবিবুর রহমানের পুকুর  থেকে ভাসমান মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদের পিতা হালিম গাজী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১১। ওই বছরের ১৬ ডিসেম্বর 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আহম্মদ কবির  তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শেখ এনামুল হক, এপিপি অ্যাডভোকেট এম ইলিয়াস খান ও অ্যাডভোকেট শাম্মি আক্তার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার গাইন, অ্যাডভোকেট আল ইমরান হোসেন লিটন ও অ্যাডভোকেট গাজী রাজু আহমেদ ।