বিদেশি অভিবাসীদের ব্যাবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চলবে, ইমিগ্ৰেশন ডিজি

6
Spread the love

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া থেকে

মালয়েশিয়ায় বিদেশীদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছেন অভিবাসন বিভাগ।

অভিযানে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল। শুক্রবার দেশটির ইমিগ্রেশন প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ স্থানীয় দৈনিক সিনার হারিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কুয়ালালামপুর সহ বিভিন্ন জায়গায় বিদেশি অভিবাসীরা ব্যবসা-বাণিজ্য খুলে বসে পরিচালনা করছে যা অভিবাসন আইনের অবৈধ। আমরা তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করবো।

তিনি আরো বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) অনুচ্ছেদে অনুসারে গ্রেফতার করা হয়েছে। যা সামাজিক কর্মীদের দ্বারা প্রদত্ত পাসপোর্টের অপব্যবহার করেছিল।


গ্রেপ্তারকৃতদের কালো তালিকাভুক্ত করা হবে। এবং আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিষয়টি বাস্তবায়নে কুয়ালালামপুর সিটি হলকে (ডিবিকেএল) পুরোপুরি সহযোগিতা করবো। এসময় যারা ভিসার অবৈধ ব্যাবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইমিগ্ৰেশন প্রধান।