দাম্পত্য জীবনের বিশ্বরেকর্ড

3
Spread the love


অনলাইন ডেস্ক।।
ভালোবাসা হলো এক চিরন্তন শক্তি যা দূরত্ব, সময় ও যে কোনো পরিস্থিতিকে পাশ কাটিয়ে মানুষকে একত্রে আবদ্ধ করে। ব্রাজিলের মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো (১০৫) ও মারিয়া ডি সুজা ডিনোর (১০১) ভালোবাসার কোনো সীমা নেই। তারা একসঙ্গে আছেন অবিশ্বাস্য ৮৪ বছর ৭৭ দিন। দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জীবিত বিবাহিত দম্পতি হিসেবে। তাদের ১০০ জনের বেশি নাতি-নাতনি রয়েছে।

১৯৪০ সালে ব্রাজিলের সেয়ারা প্রদেশের বোয়া ভেন্তুরার এক ছোট্ট চ্যাপেলে তাদের বিয়ে হয়। মানোয়েল জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে, আর মারিয়া ১৯২৩ সালে। তারা প্রথম পরিচিত হন ১৯৩৬ সালের দিকে। তবে তখন তাদের সম্পর্ক গড়ে ওঠেনি। এর পর ১৯৪০ সালের এক আকস্মিক সাক্ষাতে মানোয়েল বুঝতে পারেন, মারিয়াই তাঁর প্রকৃত ভালোবাসা। সেই মুহূর্তে তিনি আর সময় নষ্ট না করে মারিয়াকে প্রেমের প্রস্তাব দেন, আর মারিয়াও সানন্দে তা গ্রহণ করেন।

তাদর চার হাত এক করতে পেরোতে হয়েছে বহু পথ। কারণ, শুরুতে তাদের প্রেম মেনে নিতে চাননি মারিয়ার মা। মানোয়েল ও মারিয়া তাদের সংসার জীবনে একসঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। তাদের ১৩ সন্তান, ৫৫ নাতি-নাতনি, ৫৪ প্রপৌত্র এবং বর্তমানে ১২ জন অষ্টপ্রপৌত্র রয়েছে। হিন্দুস্তান টাইমস।