কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার তামিম ইকবালের স্ট্যাটাস

50
Spread the love

ঢাকা অফিস।।

সারাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে এবিষয়ে নিজেদের মতামত দিচ্ছেন দেশের শোবিজ তারকা থেকে ক্রীড়াবিদরাও। তালিকায় আছেন বেশ কয়েকজন ক্রিকেটারও।
মঙ্গলবার (১৬ জুলাই) এ বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়। এরপর একে একে মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান।


বুধবার (১৭ জুলাই) তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।

কোনো র’ক্ত’পা’ত, কোনো মৃ’ত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সং’ঘা’ত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।

ব্যাটার তাওহিদ হৃদয় তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’


পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’