বিনোদন ডেস্ক
‘দুপুর ঠাকুরপো টু’ তে ঝুমা বৌদির চরিত্রে অভিনয় করে বেশ পরিচিত পান ভারতীয় অভিনেত্রী অন্তরা বিশ্বাস। তিনি পর্দায় মোনালিসা নামেও অভিনয় করেন। প্রধানত ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মোনালিসা। এছাড়াও তিনি, বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত ১০০টির বেশি ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বিগ বসের দশম সংস্করণে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আবার বিভিন্ন স্বল্প বাজেটের চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় অন্তরাকে। প্রথমে ওড়িয়া ভাষার টেলিভিশন অভিনেত্রী ও মডেল হিসাবে কাজ করেছেন। এরপর তিনি অজয় দেবগন ও সুনীল শেঠির সঙ্গে ব্লাকমেইল নামে একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি তওবা তওবা নামে একটি তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। কন্নড় ভাষার জ্যাকপট চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সেই ঝুমা বৌদি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই যৌন আবেদনময়ী ছবি প্রকাশ করেন নিজের ইনস্টাগ্রামে। সম্প্রতি তেমনি ক’টি ছবি আপলোড করেছেন নিজের ইনস্টাগ্রামে। তাও আবার বেডরুমের। তাতেই শুরু নতুন আলোচনা।