আফগানিস্তান সীমান্তের কাছে বন্দুকযুদ্ধ, পাকিস্তানের ১১ সেনা নিহত

7
Spread the love


আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগানিস্তান সীমান্তের কাছে সশস্ত্র অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানের এগারোজন সামরিক সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

আজ বুধবার ভোরে আফগান সীমান্তের কাছে ওরাকজাই জেলায় একটি গোয়েন্দা অভিযানের সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা অভিযানের সময় ‘খাওয়ারিজ’(পাকিস্তান তালেবানের মতো নিষিদ্ধ গোষ্ঠী)-এর সঙ্গে তীব্র গুলি বিনিময় শুরু হয়। এরই মধ্যে পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তানের নিহতদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ আরিফ এবং তার ডেপুটি মেজর তৈয়ব রাহাতসহ আরও নয়জন সৈন্য রয়েছেন। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তান তালেবানের যোদ্ধারা গুলি চালানোর আগে রাস্তার পাশে বোমা দিয়ে একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলা চালায়।

এক বিবৃতিতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরাপত্তা বাহিনীর অবদানের জন্য তাদের প্রশংসা করেছেন এবং প্রাণ হারানো সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সরকারকে উৎখাত করে কট্টরপন্থী ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় পাকিস্তান তালেবান। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে তারা। ইসলামাবাদ বলছে, এই দলটি পাকিস্তানের বিরুদ্ধে প্রশিক্ষণ ও হামলার পরিকল্পনা করার জন্য প্রতিবেশী আফগানিস্তানকে ব্যবহার করে, অন্যদিকে চিরবৈরী ভারত তাদের অর্থায়ন এবং সমর্থন করে। যদিও উভয় দেশই অভিযোগ অস্বীকার করেছে।