কোহলিকে হটিয়ে সবার ওপরে পান্ত, আয়ে ভারতের শীর্ষ ৭ ক্রিকেটার

3
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

কয়েকদিন আগেই হওয়া আইপিএল নিলামে রিশাভ পান্তের দাম উঠেছে ২৭ কোটি রুপি। এর মাধ্যমে শুধু ক্রিকেট খেলা থেকে আয়ের হিসেবে বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পান্ত। আয়ের দিক দিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে তিনে উঠেছেন পাঞ্জাব কিংসের ২৬ কোটি ৭৫ লক্ষ্য রুপির ক্রিকেটার শ্রেয়াস আইয়ার।


মার্কি খেলোয়াড় হিসেবে জেদ্দায় অনুষ্ঠিত নিলামে নাম উঠেছিল পান্তের। সেখানে ২৭ কোটি রুপিতে তাকে কিনে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এর মাধ্যমে আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটারের তকমাও লেগেছে তার গায়ে। এর মাধ্যমে ভারতের সর্বোচ্চ আয় করা ক্রিকেটার হিসেবেও শীর্ষে উঠলেন তিনি।

বর্তমানে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ গ্রেডভুক্ত ক্রিকেটার পান্ত। আগে ‘এ’ গ্রেডের ক্রিকেটার থাকলেও ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। শীঘ্রই তাকে ফেরানো হতে পারে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। আগামী মার্চেই সেই তালিকা প্রকাশ করার কথা। বর্তমানে বিসিসিআইয়ের চুক্তি হিসেবে ৩ কোটি রুপি পান পান্ত। সবমিলিয়ে এই ক্রিকেটারের আয় ৩০ কোটি রুপি।

পান্তের কারণে পিছিয়ে যাওয়া কোহলির আয় ২৮ কোটি রুপি। চলতি আইপিএলে তাকে রিটেইন করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখান থেকে তিনি পাচ্ছেন ২১ কোটি রুপি। এছাড়া বিসিসিআইয়ের ‘এ প্লাস’ ক্যাটগরিতে তিনি পান ৭ কোটি রুপি।

এদিকে কথা না শোনায় ২০২৩-২৪ মৌসুমে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়াস আইয়ারকে। তবে আইপিএলে বাজিমাত করেছেন শ্রেয়াস। বিশাল দামে বিক্রি হওয়ায় তিনি এখন ভারতের তৃতীয় শীর্ষ আয় করা ক্রিকেটার। ২৬ কোটি ৭৫ লক্ষ রুপি পাচ্ছেন তিনি।

এদিকে, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা দুজনেই বিসিসিআইয়েল ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটার। অর্থাৎ বোর্ড থেকে ৭ কোটি রুপি করে পান তারা। এছাড়া বুমরাহকে মুম্বাই ইন্ডিয়ান্স ও জাদেজাকে চেন্নাই সুপার কিংস ১৮ কোটি রুপিতে রিটেইন করেছে। অর্থাৎ তাদের আয় ২৫ কোটি করে।

তালিকার পরের স্থানে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। ‘এ প্লাস’ ক্যাটাগরির হওয়ার কারণে বিসিসিআই থেকে ৭ কোটি রুপি ও মুম্বাই ১৬ কোটি ৩০ লক্ষ রুপিতে রিটেইন করায় রোহিতের আয় ২৩ কোটি ৩০ লক্ষ রুপি। অন্যদিকে, হার্দিকের সঙ্গে মুম্বাইয়ের রিটেইন চুক্তি হয়েছে ১৬ কোটি ৩৫ লক্ষ রুপিতে। আর ‘এ গ্রেড’ ক্রিকেটার হওয়ায় পান আরও ৫ কোটি রুপি।