শ্রীলঙ্কা সফর নিয়ে আশার বাণী শোনালেন বিসিবি সিইও

3
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

লঙ্কান ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাকসের কথা শুনে মনে হচ্ছিল বরফ গলবে। লঙ্কানরা হয়তো কোয়ারেন্টাইন বিষয়ে কঠোর অবস্থান থেকে সরে নমনীয় হবে। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রধান শাম্মী ডি সিলভার কথা শুনে আবার সে আশা দুরাশায় পরিণত হয়েছে।
এদিকে লঙ্কান পত্র-পত্রিকা আর মিডিয়াকে উদ্ধৃত করে গত কদিন বাংলাদেশের প্রচার মাধ্যমেও কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে লঙ্কানরাও হয়তো সিদ্ধান্ত পাল্টানোর কথা ভাবছে। কোয়ারেন্টাইন বিষয়ে অনড় অবস্থান থেকে সরে আসার চিন্তাভাবনাও নাকি চলছে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় তথা লঙ্কান বোর্ডে। এসব খবর পড়ে ও জেনে স্থানীয় ক্রিকেট অনুরাগীদের মনে জেগেছে আশার আলো। অনেকেরই ধারণা, ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কমিয়ে ৭ দিনের করতে যাচ্ছে শ্রীলঙ্কান বোর্ড। আর দেশ থেকে কোন সাপোর্টিং স্টাফ নেয়ার ব্যাপারে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তাও উঠে যেতে পারে।
গতকাল শনিবার সে একই ইস্যুতে কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দীন চৌধুরী সুজন। তিনি স্বীকার করেছেন, লঙ্কানরা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন লঙ্কান বোর্ডের সাথে তাদের কথাবার্তা অব্যাহত আছে এবং লঙ্কানদের কথাবার্তায় তিনি আশার আলো দেখছেন। আর তাই নিজামউদ্দীন চৌধুরী সুজনের মুখে এ কথা, ‘আপনারা জানেন ইতোমধ্যে বেশ কিছু বিষয় শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল, এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো, আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে।’

ক্যাম্পের জন্য ডাক পেলেন ২৭ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ক্যাম্পের জন্য ২৭ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে তিনদিনের বিরতি দিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি ২৭ জনের দল ঘোষণা করেছে।
আজ রবিবার ক্যাম্পে যোগ দেওয়ার আগে হোটেল সোনারগাঁওয়ে উঠবেন ক্রিকেটাররা। সেখানে ৭ দিন পুরোপুরি আইসোলেশনে থাকবেন মুমিনুল, তামিমরা। আইসোলেশনে থাকলেও ক্যাম্প করবেন ক্রিকেটাররা। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন এ ক্যাম্প চলবে। বিসিবি জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের ট্রেনিং ও চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে। এরই মাঝে আরও দুই দফা করোনা পরীক্ষা হবে ২১ ও ২৫ সেপ্টেম্বর।
স্কিল ক্যাম্পের স্কোয়াড: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদাত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফ উদ্দীন ও সাইফ হাসান।

চাকরি ছাড়লেন ম্যাকমিলান

ক্রীড়া প্রতিবেদক

‘পারিবারিক কারণ’ দেখিয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের চাকরি ছেড়ে দিয়েছেন ক্রেগ ম্যাকমিলান। আপাতত তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক এই কিউই ক্রিকেটার। কিন্তু তার বাবা মারা যাওয়ায় এই দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রেগ (ম্যাকমিলান) আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার বাবার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ কারণে আসন্ন (শ্রীলঙ্কা) সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা তার অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কঠিন এই সময়ে ক্রেগ ও তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’ ম্যাকমিলানের বিদায়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর হলে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ কিংবা পরামর্শক ছাড়াই সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।
গত ২১ আগস্ট বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাকমিলান। দীর্ঘমেয়াদে কোচ না পাওয়াতে কেবলমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য তাকে নিয়োগ দেয় বিসিবি।

১৮ ক্রিকেটারের সবাই করোনামুক্ত

ক্রীড়া প্রতিবেদক

সাইফ হাসান নিজেকে খানিক দূর্ভাগা ভাবতেই পারেন। প্রথমবার করোনা টেস্টে তার একারই পজিটিভ রিপোর্ট এসেছিল। সর্বশেষ খবর, এবার ক্রিকেটারদের আর কারোরই কোভিড-১৯ ধরা পড়েনি।
আগেই জানা, শ্রীলঙ্কা সফর সামনে রেখে যে ২৭ ক্রিকেটারের জিও (গর্ভনমেন্ট অর্ডার) করা হয়েছে, তাদের মধ্যে ১৮ জনের নমুনা নেয়া হয়েছিল শুক্রবার। শনিবার দুপুরে তার ফল জানা গেছে। শনিবার বিকেলে বিসিবি থেকে জানানো হয়েছে, ওই ১৮ ক্রিকেটারের কারোরই করোনা নেই। সবার রিপোর্টই আসলো নেগেটিভ। শেরে বাংলা স্টেডিয়ামে যে ১৮ জন নিয়মিত অনুশীলন করছেন, তাদেরই কেবল করোনা টেস্ট করা হয়েছে। আর ‘জিও’ হওয়া ২৭ জনের মধ্যে যারা ঢাকার বাইরে অনুশীলন করেছেন, ওই ৯ জনের স্যাম্পল নেয়া হয়েছে শনিবার।

ইরানী ডিফেন্ডার আনছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমের জন্য চতুর্থ বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর্জেন্টিনার হারনান বার্কোস এবং ব্রাজিলের রবিনহো ও ফার্নান্দেজের পর চ্যাম্পিয়নরা দলভূক্ত করেছে ইরানের ডিফেন্ডার খালেদ শাফিকে। এশিয়ান কোটায় খালেদকে চুক্তি করার মধ্যে দিয়ে ২০২০-২১ মৌসুমের জন্য বিদেশি কোটা পূরণ করলো চ্যাম্পিয়নরা।
আসন্ন ফুটবল মৌসুমে বিদেশি কোটা কমিয়ে ৫জন থেকে চারজন করা হয়েছে। একটি কাব সর্বোচ্চ চারজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে এবং চারজনই একসঙ্গে মাঠে নামতে পারবেন। তবে এশিয়ান কোটায় কোন কাব খেলোয়াড় না নিলে তারা তিনজন বিদেশি রেজিস্ট্রেশন করাতে পারবে। বসুন্ধরা কিংস যে চার বিদেশিকে দলভূক্ত করেছে তাদের বাকি ৩ জন আক্রমণভাগের। চার বিদেশির মধ্যে আর্জেন্টিনার হারনান বার্কোস বসুন্ধরা কিংসের জার্সিতে এএফসি কাপের একটি ম্যাচ খেলেছেন। ঢাকায় ওই ম্যাচে বসুন্ধরা কিংস ৫-১ গোলে জিতেছিল মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে। বার্কোস একাই করেছিলেন চার গোল। পরে এএফসি কাপের খেলা বাতিল ঘোষণা কওে এএফসি।

ঢাকায় আসছেন ভেট্টোরি

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব প্রস্তুতি নিয়ে রাখছে। আগের সূচি অনুযায়ী, বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির সরাসরি শ্রীলঙ্কায় যোগ দেওয়ার কথা থাকলেও নতুন খবর, ঢাকা থেকেই শ্রীলঙ্কা যাবেন সাবেক কিউই স্পিনার। দুই-একদিনের মধ্যেই ঢাকায় আসবেন তিনি।
বিসিবি চেয়েছিল ৪৫ জন নিয়ে সফরে যেতে। তবে শ্রীলঙ্কা ৪১ জনের বহরের অনুমোদন দিতে পারে। এর বাইরে বাংলাদেশ দলকে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাবও দেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ১৮ থেকে ২০ অক্টোবর বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে। ২৪ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। ক্যান্ডিতে হবে প্রথম দুই টেস্ট, তৃতীয় ও শেষ টেস্টটি কলম্বোতে।

২৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস

ক্রীড়া প্রতিবেদক

পোলভল্টের সর্বকালের সেরাদের অন্যতম সের্গেই বুবকা! নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে অবসরে চলে গেছেন তিনি। তারপরও খেলাটির ইতিহাস লিখতে গেলে ইউক্রেনের এই পোলভল্টারের নাম নিতেই হবে! কিন্তু এবার বুবকার অনন্য এক রেকর্ড পেছনে ফেললেন আর্মান্ড ডুপ্লান্টিস।
অবশ্য তাকেও বলা হয় ‘বিস্ময় বালক’! তিনিও একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন। এবার সুইডেনের এ ২০ বছর বয়সী পোলভল্টার ডুপ্লান্টিস ভাঙলেন ২৬ বছরের পুরনো রেকর্ড। আউটডোরে সের্গেই বুবকার বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন এই তরুণ। ইতিহাস জানাচ্ছে ১৯৯৪ সালে যে রেকর্ড গড়েন পোলভল্টের কিংবদন্তি বুবকা। তিনি ৬ মিটার ১৪ সেন্টিমিটার (২০ ফুট দেড় ইঞ্চি) উড়ে গড়েন নতুন ইতিহাস। এবার ইতালির রোমে ডুপ্লান্টিস লাফালেন ৬ মিটার ১৫ সেন্টিমিটার (২০ ফুট দুই ইঞ্চি)।

স্থগিত ফিফা ক্লাব বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

করোনার প্রকোপে বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সব ধরনের খেলাধুলা। তবে নিয়ম মেনে মাঠে ফুটবল ফিরলেও বেশিরভাগ জায়গাতেই তা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। মারণ ভাইরাসের কারণে বিশ্বকাপের বাছাইপর্ব, কোপা আমেরিকা, ইউরো কাপ সহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক ম্যাচ এবং টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। এবার করোনাভাইরাসের কারণে স্থগিত করা হলো ২০২০ সালের ফিফা কাব বিশ্বকাপ।
২০০০ সাল থেকে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফিফা কাব বিশ্বকাপ। চলতি বছরে ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের ফিফা কাব বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে ডিসেম্বরে টুর্নামেন্ট করার ব্যাপারে আশঙ্কায় ফিফা। ভাইরাসের সংক্রমণ থেকে স্থগিত করে দেওয়া হয়েছে গোটা টুর্নামেন্ট। জুরিখে ফিফা কংগ্রেসে এমন সিদ্ধান্তের কথা জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছর সুবিধাজনক সময়ে টুর্নামেন্ট আয়োজনের ভাবনা ফিফার।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস পিছিয়ে গেছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সূচি। সব ঠিক থাকলে যেটি হওয়ার কথা ছিল গত মার্চে, সেটি এখন পরিবর্তিত সূচিতে শুরু হতে যাচ্ছে আগামী মাসে।
৮ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াই শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর পাঁচদিন পর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এবারের সূচিতে এ দুই ম্যাচই রয়েছে তাদের।
বিশ্বকাপ বাছাইয়ের এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল : গোলরক্ষক- অ্যালিসন বেকার, ওয়েভারটন ও সান্তোস। ডিফেন্ডার- দানিলো, গাব্রিয়েল মেনিনো, রেনান লোদি, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিন হুইস, ফেলিপে ও রদ্রিগো কাইয়ো। মিডফিল্ডার- কাসেমিরো, ফাবিনহো, ব্রুনো গিমারেজ, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো ও ফিলিপে কৌতিনিহো। ফরোয়ার্ড- নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল হেসুস, রদ্রিগো, রবার্তো ফিরমিনো এবং রিচার্লিসন।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

৮ অক্টোবর ইকুয়েডর ও ১৩ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে আর্জেন্টিনার। সেজন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা স্কোয়াড : গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো ও আগুস্তিন মার্চেসিন। ডিফেন্ডার- হুয়ান ফয়েথ, রেনসো সারাভিয়া, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, নেহুয়েন পেরেজ, ওয়াল্টার কান্নেমান, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা ও ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার- লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিও, জিওভানি লো সেলসো, নিকোলাস ডোমিঙ্গেজ, আলেক্সিস মাক আয়িস্তের ও আলেজান্দ্রো গেমেস। ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, নিকোলাস গনসালেস, হোয়াকিন কোররেয়া, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেস, ভিওভানি সিমেওনে ও ক্রিশ্চিয়ান পাভোন।

শালকের জালে বায়ার্নের ৮ গোল

ক্রীড়া প্রতিবেদক

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের শুরু হলো গোলবন্যায়। সার্জ ন্যাব্রির হ্যাটট্রিকে শুক্রবার শালকেকে ৮-০ গোলে গুঁড়িয়ে দিলো ট্রেবল জয়ীরা।
২৬ দিন আগে চ্যাম্পিয়নস লিগ জেতা হ্যান্সি ফিকের ফুটবলারদের মধ্যে কান্তির কোনও ছাপ ছিল না। চতুর্থ মিনিটে ন্যাব্রির দুর্দান্ত স্ট্রাইকে গোলমুখ খোলে বায়ার্ন। ৩১ ম্যাচ ধরে অজেয় থাকার পথে শালকেকে নিয়ে ছেলেখেলা করেছে দলটি। টানা ৮ বারের জার্মান চ্যাম্পিয়নরা লিওন গোরেৎকার নিচু লক্ষ্যভেদী শটে ব্যবধান দ্বিগুণ করে ১৯ মিনিটে। গত মৌসুমের শীর্ষ গোলদাতা রবার্ট লেভানদভস্কি ৩১ মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে পান। প্রথম খেলোয়াড় হিসেবে একই লিগ প্রতিপক্ষের বিপক্ষে টানা ১০ গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ফিরে ন্যাব্রি হ্যাটট্রিক পূর্ণ করেন ৪৭ ও ৫৯ মিনিটে। দুটি গোলেই অ্যাসিস্ট করেন এই মৌসুমে ম্যানসিটি থেকে যোগ দেওয়া লেরয় সানে। ষষ্ঠ গোল করেন থমাস মুলার। তাও থামেনি বায়ার্ন। সানে তার নতুন কাবের অভিষেক স্মরণীয় করে রাখেন ৭১ মিনিটের গোলে। বদলি নেমে জামাল মুসিয়ালা অষ্টম গোল করে রেকর্ড বইয়ে নাম লেখেন। লিগে বায়ার্নের সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা আদায় করেন জন্মসূত্রে জার্মান ও ইংল্যান্ড যুব দলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার।

বেলের বিদায়ে রিয়ালের স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

কাব চেয়ারম্যান ড্যানিয়েল লেভির ব্যক্তিগত বিমানে চেপে দুপুরের দিকে মাদ্রিদ থেকে গ্যারেথ বেল পৌঁছে গেছেন উত্তর লন্ডনে। সেই টটেনহাম হটস্পারেই আবার ফিরে এলেন সাত বছর পর।
তবে স্থায়ীভাবে নয়, একবছরের ধারের চুক্তিতে। তার সঙ্গী হয়ে এসেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ ২৩ বছর বয়সী লেফট-ব্যাক সের্জিও রেগিলন। বিকেলে টটেনহামের অনুশীলন মাঠ এনফিল্ডে এসে বেল তো পেলেন বীরোচিত সংবর্ধনা। স্পার সমর্থকেরা তাকে ভোলেনি। ওদিকে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে নাকি স্বস্তি ফিরে এসেছে বলে জেনেছে স্পেনের ক্রীড়া দৈনিক এএস। সেই সময়ের বিশ্বরেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে বেল ২০১৩ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে যান বেল। রিয়ালের সাত বছরে অনেক ট্রফি জিতেছেন। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা শিরোপা, কোপা দেল রে ও তিনটি কাব বিশ্বকাপ ট্রফি।

ভারতের কাছে ঋণী পিটারসেন

ক্রীড়া প্রতিবেদক

২০০২ সালে প্রথমবার ভারতে এসেছিলেন কেভিন পিটারসেন। তখন থেকে দেশটিতে অনেক কিছু পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান। একসময় খেলোয়াড় হিসেবে ভারতীয় দর্শকদের ভালোবাসা পেয়েছেন, আর এখন আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত আছেন ভারতীয় ক্রিকেটের সঙ্গে। আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে পিটারসেন তাই জানালেন, এত প্রাপ্তিতে ভারতের কাছে তিনি অনেক ঋণী।
গতকাল শনিবার) পর্দা উঠলো ২০২০ সালের আইপিএলের। করোনাভাইরাসের কারণে এবারের প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই আসরেও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে আছেন পিটারসেন। খেলোয়াড়ি জীবনে অনেকবার ভারতে এসে সেখানকার ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। শিখেছেন যেমন অনেক কিছু, তেমনি পেয়েছেনও।
তারই কৃতজ্ঞতা প্রকাশ করলেন এভাবে, ‘আইপিএল আমি ভীষণ ভালোবাসি। ভারত আমাকে যা দিয়েছে, সবই আমার খুব পছন্দের। সেই ২০০২ সালে, যখন প্রথমবার ভারতে এসেছিলাম, তখন থেকে এই যাত্রায় সঙ্গী হওয়া সবকিছু আমার ভালো লাগার। অর্থনৈতিকভাবে যেমন লাভবান হয়েছি, তেমনি আবেগী অনেক কিছু পেয়েছি। ভারতের কাছে আমি অনেক ঋণী।’