শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত লাজফার্মার

13
Spread the love


স্টাফ রিপোর্টার
শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত খুলনার লাজ ফার্মার ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তারা। ভেজাল ওষুধ বাজারজাত ও বিপনণের অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়েছে এই ফার্মা। যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জেরার মুখে অবশেষে তাদের ভুল স্বীকার করলেও বিষয়টি নিয়ে সাফাই গেয়েছেন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান বলেন, লাজফার্মায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সংবাদে ভুল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়েছে। গত ১৮ আগস্ট লাজ ফার্মার সহযোগিতায় ভেজাল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মরতদের আটক করানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়। অথচ এই বিষয়টির গভীরে না গিয়ে যে যার মত মনগড়া সংবাদ পরিবেশন করে স্বনামধন্য প্রতিষ্ঠান লাজফার্মার বিরুদ্ধে।
তবে লাজফার্মা সঠিক তথ্য যাচাই না করে ভুয়া ও ভেজাল ওষুধ সাধারণ মানুষের মাঝে কিভাবে বিক্রি করছে- এমন প্রশ্নের জবাব দিতে পারেনি লাজফার্মার কর্তারা।
লাজ ফার্মার ব্যবস্থাপক বলেন, যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের অউঙজঅইঊখখঅ ঐঊঅখঞঐ ঈঅজঊ নামের কোম্পানির প্রতিনিধির উপস্থিততে ওই কোম্পানির বিরুদ্ধে জরিমানা করে। কিন্তু প্রকৃত হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঝিনাইদহের উক্ত কোম্পানির ভেজাল ও ভুয়া ওষুধ সরবরাহকৃত লাজফার্মা থেকে ক্রয় করে প্রতারিত হয় সাধারণ ক্রেতা। ভেজাল ওষুধ বিপনণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিক তা আদায়ও করা হয়েছে। তবে লাজফার্মা তাদেরকে জরিমানা করেছে তা অস্বীকার করে। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা রশিদের লাজফার্মার নাম রয়েছে।