প্রতারণার শিকার অভিনেত্রী

154
Spread the love


বিনোদন ডেস্ক।।
২০২৪ সাল ভালো যায়নি অদ্রিজা রায়ের। এক দিকে তিনি পাঁচ বছর ধরে চলতে থাকা ‘অনুপমা’- এর মতো ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। আর অন্যদিকে, ছয় লক্ষেরও বেশি টাকা খুইয়েছেন। অভিনেত্রী বিষয়টা কাউকে টের পেতে দেননি। মুম্বই থেকে শুটিং- এর ফাঁকে তিনি বললেন, দুটো ঘটনার কারণে অনেক টাকার লোকসান হয়েছে। সেই সাথে আরও বলেন, আমারও দোষ আছে। পাওনা টাকা আদায়ের কথা ভুলে যাই। যখন মনে পড়ে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। একটি বিজ্ঞাপনী ছবির সঙ্গে যুক্ত ছিলেন অদ্রিজা রায়, অঙ্কিতা লোখান্ডে, আয়ুষ শর্মা সহ ২৫ জন জনপ্রিয় অভিনেতা। অদ্রিজা জানিয়েছেন, শুটিং হয়েছিল গত বছরের আগস্টে। শুটিং- এর পর ৫০ হাজার টাকা পেয়েছিলেন। এরপর আর কিছুই পাননি তিনি। একই ঘটনা ঘটে বাকিদের সঙ্গেও। অভিযুক্ত ব্যক্তি টাকা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা ঘটেনি। একের পর এক চেক বাউন্স হয়ে যায়। এর পরেই প্রশাসনের দ্বারস্থ হন কয়েক জন অভিনেতার আপ্তসহায়ক। তাদের অভিযোগের ভিত্তিতে চেম্বুর পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অদ্রিজার দাবি, তিনি দেড় লক্ষেরও বেশি টাকা পান ওই বিজ্ঞাপনী সংস্থা থেকে। এই ঘটনা ছাড়া আরও একটি অঘটন ঘটেছে তার সঙ্গে। সম্প্রতি, বন্ধু অভিনেত্রী দেবচন্দ্রিমা সিং রায়ের সঙ্গে বিদেশে বেড়াতে গিয়েছিলেন অদ্রিজা। সেখানে তিন লক্ষেরও বেশি টাকার ক্ষতি। অভিনেত্রীর কথায়, দেবচন্দ্রিমা কলকাতায় গিয়ে থানাপুলিশ করে অভিযুক্তকে গ্রেফতার করিয়েছে। মুম্বইয়ে টানা শুটিংয়ে ব্যস্ত অদ্রিজা। এত দৌড়ঝাঁপ করার সময় নেই তার। তাছাড়া টাকার মোহ কম তার। তাই এগুলো নিয়ে থানাপুলিশ করেননি। অভিনেত্রীর বিশ্বাস, সৎ থাকলে তার উপার্জন বন্ধ হবে না।