সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

2
Spread the love


ঢাকা অফিস।।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) পর নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে সরকার। সরকার যদি সহায়তা না করে, তা হলে নিরপেক্ষ কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না।


গতকাল শুক্রবার এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, আগে অনেক সংস্কার কমিটি ছিল, কিন্তু তারা কোনো কিছুই সংস্কার কিংবা পরিবর্তন করতে পারেনি। তারা সংস্কার করলে ৫ আগস্ট সৃষ্টি হতো না। এ জন্য এবার সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য কিছু সময় দিতে হবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা যেন ফিরে না আসে; এ জন্য যৌক্তিক সময় দিতে হবে।

বদিউল আলম বলেন, সংস্কারের সুপারিশ আগামী ৩১ ডিসেম্বরের মাঝে সরকারের কাছে জমা দেব। আমাদের সুপারিশ নিয়ে অন্তর্র্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে। এরপর সংস্কারের একটি রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনের রোডম্যাপটা ঐকমত্যের ভিত্তিতে হবে। তারা কত সময় দেবে। এতে সময়টা খুব জরুরি।