ঘুর্ণিঝড় আম্ফান : সবাইকে সর্তক থাকতে বললেন এমপি বাবু

13
Spread the love

খবর বিজ্ঞপ্তি:

করোনা মোকাবেলায় পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আমরা যদি পরের দুঃখকে ভাগ করে নেই তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে এ দুর্যোগ মোকাবেলা করবেন।

তখন আমরা পাখির মত মুক্ত হবো, একে অপরকে কোলাকুলি করতে পারবো, সামাজিক দুরত্ব থাকবেনা, মুক্ত বিহঙ্গের মত চলবে, এই অপেক্ষায় আছি। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাইতে হবে, নফল নামাজ পড়তে হবে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব প্রার্থনা করার কথা বলেছেন। সোমবার (১৮ মে) দুপুরে পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়ন করোনা প্রতিরোধ ও ত্রাণ সহায়তা কমিটির উদ্যোগে এবং এমপি আক্তারুজ্জামান বাবু’র পৃষ্ঠপোষকতায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১২শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের একটি বালা সামনে আম্ফান। সংকেত দিচ্ছে। এজন্য সবাইকে সচেতন হয়ে প্রয়োজনে মিটিং করে সর্তক করবেন। উপকূলীয় অঞ্চলে যারা আছেন আপনারা নিরাপদে থাকবেন। এই দুঃসময়ে আপনারা যে মহতী উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে শুভেচ্ছা, স্বাগত জানাই। কারণ বাংলাদেশের ১৮কোটি মানুষকে শেখ হাসিনা একা দেখতে পারবেন না, একা এমপি, চেয়ারম্যান, মেম্বারদের পক্ষে সম্ভব নয়- আমাদেরকে সবাই সবার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনা অসহায় জনগণকে ফ্রী দিচ্ছেন ট্যাঙ্ক, ভিজিএফ কার্ড, শিশু কার্ড,মাতৃত্ব ভাতাসহ অন্যান্য মানবিক সহায়তার জন্য টাকা দিচ্ছে।

আর একশ্রেণীর মানুষ যারা দুর্নীতি করে,ত্রাণের চাল চুরি করে। যে যোগ্য প্রাপ্তদের দিতে হবে, কোন স্বজনপ্রীতি মেনে নেব না। এগুলো থেকে বিরত না থাকলে এদের গডফাদারদের ধরা হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে বলেন, জুয়া,মদ, গাঁজা মাদকসেবীদের জন্য প্রশাসনের কোন সুপারিশ করা হবে না।তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, পাইকগাছায় বিদ্যুতের পাওয়ার স্টেশন, পাইকগাছা দারুনমল্লিক হয়ে খুলনা রোডের জন্য তিনটি ব্রীজ, পর্যটন কেন্দ্রে, নদী ভাঙ্গন রোধ বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন। পাইকগাছা-কয়রার মানুষকে সুখে শান্তিতে রেখে আমি স্বপ্ন দেখি পাইকগাছাকে একটি মডেল আধুনিক পাইকগাছা বানানো। ইউনিয়ন ত্রাণ কমিটির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, চেয়ারম্যান ও

প্রধান উপদেষ্টা, ৭নং গদাইপুর ইউনিয়ন ত্রাণ সহায়তা কমিটি গাজী জুনায়েদুর রহমান, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শেখ ফারুক উদ্দীন, প্রধান শিক্ষক বদিউজ্জামান ও অঞ্জলি রানী শীল, সাবেক প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, সুপার মোঃ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক শামীম আজাদ লিটু, মোঃ ন‚র আলী মোড়ল, কল্লেল মল্লিক, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, জেলা যুবলীগের শামীম সরকার, জাহিদুল ইসলাম জিয়া, পিযুষ সাধু, প্রজিৎ রায়, কাজী হেদায়েত উল্লাহ, রাজু, আবু সালেহ মোঃ ইকবাল, জামিনুর রহমান রানা, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।