মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক নারীর ৭বছর সশ্রম কারাদন্ড

3
Spread the love
  • স্টাফ রিপোর্টার


খালিশপুর থানার মাদক মামলার একনারী আসামিকে ৭বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫মাসের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন খালিশপুর থানাধিন মুজগুন্নি পেটকা বাজার এলাকার হেমায়েতের বাড়ির ভাড়াটিয়া নায়েব আলির স্ত্রী জেসমিন বেগম (৩৫)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি জেসমিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৩১ডিসেম্বর সন্ধ্যা রাত ১১টার দিকে পুরাতন যশোর রোডে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় উত্তর মুজগুন্নি বকুল তলার মোড় থেকে ৭০পিস ইয়াবাসহ জেসমিনকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি এসআই শাহাজান কবির বাদী হয়ে জেসমিনের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-০১। পরের বছরের ৩১জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল বারী আদালতে জেসমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা।