স্পোর্টস ডেস্ক।।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শিষ্যদের নিজেদের মান দেখাতে বলেন কোচ কার্লো আনচেলোত্তি। বসের কথা অক্ষরে-অক্ষরে পালন করছে ব্রাজিল। সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন তরুণ তারকা এস্তেভাও এবং রদ্রিগো। শেষ গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
আন্তর্জাতিক বিরতিতে প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচগুলোকে বিশ্বকাপের অংশই বলা চলে। কেননা, মূলপর্বের আগে এ ম্যাচগুলো দিয়েই নিজেদের ঝালিয়ে নেবে দলগুলো। সেদিক থেকে ব্রাজিলের শুরুটা হলো দুর্দান্ত। ঘরের মাঠে সেলেসাওদের কাছে পাত্তাই পায়নি সন হিউং-মিনরা।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা ব্রাজিল ১৪টি শটের মধ্যে ৭টি রাখে লক্ষ্যে। আর ৪টির মধ্যে স্রেফ ১টি শটই গোলের দিকে রাখতে পারে দক্ষিণ কোরিয়া। শুরুর দিকে কয়েকবার ব্যর্থ হলেও, ম্যাচের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। রদ্রিগোর থেকে বল পেয়ে এস্তেভাওর দিকে রক্ষনচেরা পাস পাঠান ব্রুনো গিমারায়েস। নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন চেলসি তারকা এস্তেভাও। চার মিনিটের মাথায় হেডে গোল করেন কাসেমিরো, তবে অফসাইডের কারণে বাতিল হয় ব্রাজিলিয়ান অধিনায়কের গোলটি।
২৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে মাথেউস কুনহার পাসকে একটুর জন্য গোলে পরিণত করতে পারনি ভিনি। বিরতির বাঁশি বাজার মিনিট চারেক আগে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এ রদ্রিগো। বক্সের ভেতর থেকে চার প্রতিপক্ষ খেলোয়াড়ের মাঝ দিয়ে জাল খুঁজে নেন এ রিয়াল মাদ্রিদ তারকা। মাঠে ফিরে দুই মিনিটের ব্যবধানে আরও দু’টি গোল পেয়ে যায় সফরকারীরা। ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী এস্তেভাও। দুই মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগো।
কোনঠাসা হয়ে পড়া দক্ষিণ কোরিয়া ৬১তম মিনিটে গোলের দিকে প্রথম ও একমাত্র শটটি নিতে সক্ষম হয়। ঝাঁপিয়ে পড়ে কিম জিনের শটটি ফিরিয়ে দেন ব্রাজিল গোলকিপার বেন্তো। ৭৭তম মিনিটে দলের শেষ গোলটি করেন ভিনি।
এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী ১৪ই অক্টোবর জাপানের সঙ্গে খেলবে ব্রাজিলিয়ানরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে আগেই। নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টিকিট কেটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।










































