০খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক ও খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন) মঙ্গলবার (২৫ মে) দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন, মরহুম শেখ আমজাদ হোসেন জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করে তৃণমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। মরহুম শেখ আমজাদ হোসেন সৎ সহসী নিষ্ঠাবান ও কর্মিবান্ধব নেতা; তিনি আজীবন জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এবং কল্যাণে সোচ্ছার ছিলেন। গণতন্ত্র পুণঃউদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত আন্দোলন সংগ্রামে অকুতভয় সেনানী হিসেবে কাজ করেছেন। মহাসচিব শেখ আমজাদ হোসেনের পরিবারবর্গ, আত্মীয়স্বজন, এলাকাবাসির প্রতি গভীর শোক ও সহমর্র্মিতা জ্ঞাপন করেছেন।