শেখ রাজিব, দিঘলিয়া ::
শনিবার (৬ ফেব্রুয়ারী) দিঘলিয়া ইউনিয়ন এর দেয়াড়া ৪নং ওয়ার্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় দিঘলিয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুমান শেখ এর বসত বাড়িতে আনুমানিক রাত সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, রান্না ঘরে চুলার উপর রাখা জ্বালানি কাঠ রাখায়, চুলার হালকা উত্তাপে উক্ত জ্বালানি কাঠে আগুন লাগে। আগুনে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডারে স্পর্শ করে তখনই আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের সচেতন হওয়ার পরামর্শ দেন।