খবর বিজ্ঞপ্তি//
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এ দেশের উন্নয়ন কখনোই সম্ভব হতো না। কারণ বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দুর্নীতি আর লুটপাট করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। তারা দেশের কোন উন্নয়ন করেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। এটি আওয়ামী লীগের জন্য অনেক বড় প্রাপ্তি। উন্নয়নের সুফল পাচ্ছে বলেই দেশের মানুষ এখন শান্তিতে রয়েছে উন্নত জীবন যাপন করছে।
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে চাকুরিজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায়ও যে উন্নয়ন হয়েছে তা সবই শেখ হাসিনার সরকার করেছে। তিনি উদাহারণ সরূপ বলেন, পৌরসভা প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, শত শত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ বিদ্যুতায়ন, প্রধান সড়কের উন্নয়ন সহ এলাকার প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে। তিনি আরো বলেন, নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ সহ এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নেওয়া হয়েছে মেগা প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামীতে নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম শহরে পরিণত হবে। এমপি আক্তারুজ্জামান বাবু সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তাসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি গত শনিবার পাইকগাছার রাড়ুলী শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় রাড়ুলী ইউনিয়ন চাকুরিজীবী মানব কল্যাণ সোসাইটির কার্যালয় ও ৫২’র শহীদ মিনার এবং ৭১ এর স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সোসাইটির উপদেষ্টা ও প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, আওয়ামী লীগনেতা ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, প্রভাষক ময়নুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, শেখ আনিছুর রহমান মুক্ত, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, পিযুষ কুমার বিশ্বাস, পলাশ দাশ, প্রাণকৃষ্ণ দাশ, প্রভাষক মসিউর রহমান, মোঃ দাউদ শরীফ, অসীম দাশ, এমএম আজিজুল হাকিম, রমজান সরদার, উত্তম ঘোষ, অশোক অধিকারী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, আব্দুল হামিদ, শিমুল গাজী, সালাউদ্দীন কাদের, জীবন কিশোর দে, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, শাহীন শাহ বাদশা, রাশেদুজ্জামান রাসেল ও মাহবুবুর রহমান নয়ন প্রমুখ।