মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে অনন্ত দাস (৭৫) নামে এক বৃদ্ধ ও মিম খাতুন (১৬) নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার মধ্যরাতে ও বৃহস্পতিবার ভোরে উপজেলার পাঁচাকড়ি ও পদ্মনাথপুর গ্রামে পৃথক ঘটনা দুটি ঘটে। পৃথক ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে মণিরামপুর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
অনন্ত দাস পাঁচাকড়ি গ্রামের মৃত কালীবর দাসের ছেলে এবং মিম খাতুন পদ্মনাথপুর গ্রামের ওসমান ম-লের মেয়ে। শারীরিক অসুস্থতার কারণে অনন্ত দাস শোয়ার ঘরের আড়ার সাথে মশারির দড়ি পেঁচিয়ে বৃহস্পতিবার ভোরে এবং বুধবার রাত ১২টার দিকে রান্না ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে মিম আত্মহত্যা করেছে বলে দাবি স্বজনদের। তবে তাদের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বখতিয়ার রহমান বলেন,
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছি। স্বজনদের দাবি তারা দু’জনেই শারীরিক অসুস্থতার জন্য আত্মহত্যা করেছে।
‘মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। আর ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের অনুরোধে বৃদ্ধ অনন্ত দাসের লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।’