রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন খুলনা সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. মিয়া মজিবুর রহমান। বুধবার বাদ জোহর নগরীর খালিশপুরস্থ মসজিদে তৈয়্যেবায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমকে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,
যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, নগর আ’লীগের দফতর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আ’লীগের সভাপতি এক এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মেদ, মসজিদে তৈয়্যেবার সভাপতি মো: আসলাম খান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, সাবেক সিবিএ নেতা কওছার আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মকিদুর রহমান, মো: মজিবুর রহমান, এস এম মুজিবর রহমান, রিপন খান, আকরাম মন্ডল ও মরহুমের পুত্র এ এস এম মুরাদ উল্লাহ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। জানাজা শেষে মরহুমকে গোয়ালখালি কবর স্থানে দাফন করা হয়।
-স্টাফ রিপোর্টার