দিঘলিয়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

23
Spread the love

আসাদ দিঘলিয়া প্রতিনিধিঃ

“নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের মতো দিঘলিয়া থানার ০৩ নং বিট পুলিশং কার্যালয় কতৃক আয়োজিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মামুনুর রশীদ, তিনি তার বক্তব্যে বলেন পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেবার যে উদ্যোগ সরকার হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে নারী ধর্ষন ও শিশু নির্ষাতন বৃদ্ধির প্রেক্ষাপটে পুলিশ সারা দেশ ব্যাপি বিট পুলিশং কার্ষক্রম আরো জোরদার করার উদ্যোগ গ্রহন করেছে। নারী ও শিশু নির্ষাতন এর বিরুদ্ধে প্রতিরোধ ও দ্রুত ব্যাবস্হা গ্রহন এর জন্য সকলকে বিট পুলিশং কার্যক্রম সামনে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করার আহবান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা ও মমতাজ শিরিন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ মোল্লা, আরো উপস্হিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, প্রেস ক্লাবের সভাপতি আবজাল হোসেন ও সম্পাদক হাবিবুর তারেক, হায়দার আলী মোড়ল, কে এম আসাদুজ্জামান, পাখি বেগম, সাজেদা বেগম, চম্পা বেগম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর আলম।