খবর বিজ্ঞপ্তি
আজ ১৪ ফেব্রুয়ারি। আজ সুন্দরবন দিবস। বহুমাত্রিক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারেও পালন করা হবে দিনটি। বরাবরের মত “১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” শ্লোগানে এবারেও সুন্দরবন দিবস পালন করা হবে। বর্তমানে সুন্দরবন বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। জলবাযু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মিঠাপানির প্রবাহ হ্রাস, অপরিকল্পিত উন্নয়ন, শিল্প ও কৃষিজ বর্জ্য নিষ্কাশন, বর্জ্য, সমুদ্র বন্দরের তেল নিঃসরণ এবং সর্বোপরি প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক দূষণসহ শব্দ ও আলো দূষণ সুন্দরবনের জীববৈচিত্রকে মারাত্মকভাবে ক্ষতি করছে। সুন্দরবনকে এই বিপন্ন অবস্থা থেকে রক্ষা করতে জনসতেনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের সুন্দরবন দিবস। পলিথিন এবং প্লাস্টিক দূষণ হতে সুন্দরবনের জলজসম্পদ বিশেষ করে জীব, প্রাণী ও উদ্ভিদ বৈচিত্রকে সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এবারের সুন্দরবন দিবসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার ১৭টি উপজেলা যেগুলি সুন্দরবনের ইমপ্যাক্ট জোন হিসেবে পরিচিত সেখানে নানাবিধ সচেতনতামুলক কর্মসূচী পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালী, মানববন্ধন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা ইত্যাদি।
সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় এবারের সুন্দরবন দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবের ব্যাংকোয়েট হলে। এ অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত ও অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মনজুর মোর্শেদ ও অধ্যাপক ড. কাজী হামিদুল বারী এবং খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। খুলনার কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাইকেল র্যালি ইত্যাদি। খুলনা ছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনার জেলা ও উপজেলা পর্যায়ে নানান কর্মসুচীর মাধ্যমে দিনটি পালিত হবে।
সুন্দরবন দিবস উপলক্ষে এবার ‘ক্যামেরার ফ্ল্যাশে সুন্দরবন সুরক্ষার বার্তা’ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে বিচারক মণ্ডলীর রায়ে সেরা ৫টি ছবিকে পুরষ্কৃত করা হবে। বিচারকদের রায়ে সবগুলো ছবির ভেতর থেকে সেরা ৫০টি ছবি নিয়ে আজ খুলনা প্রেস ক্লাবে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।