করোনা মহামারীতে নিজেদের সুরক্ষার পাশাপাশি সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করুন: খুবি উপাচার্য

2
Spread the love

খুবির মেডিকেল সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে নতুন যন্ত্রপাতি ক্রয়ের নির্দেশ



স্টাফ রিপোর্টার:


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বর্তমান করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে চিকিৎসকসহ সকলের প্রতি সতর্কতা অবলম্বন করে নিজেদের সুরক্ষার পাশাপাশি টিকে থাকার এ সংগ্রামে সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের জন্য আহবান জানিয়েছেন। তিনি আজ ৭ জুন বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে এক ভিডিও কনফারেন্সে বৈঠককালে এ আহবান জানান। উপাচার্য বলেন আমারা বিশ্বাস করি জীবন-মৃত্যু মহান আল্লাহর হাতে। বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য আমাদের সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে-এর বিকল্প নেই।

তিনি বলেন সব জ্বর-সর্দি-কাশির উপসর্গই করোনা নয়, এছাড়া আমাদের দেশে আরও অসংক্রামক রোগও আছে। বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে খুললেও ক্যাম্পাসে অনেক শিক্ষক, কর্মকর্তা কর্মচারি সপরিবারে বসবাস করেন। আশপাশে এবং খুলনা শহরেও বিশ্ববিদ্যালয়ে অনেকেই থাকেন। তাই এই পরিস্থিতিতে করোনা চিকিৎসার সক্ষমতা বা সুবিধা আমাদের মেডিকেল সেন্টারে নেই এটা সত্য, কিন্তু প্রাথমিক চিকিৎসা বা সাধারণ রোগের চিকিৎসার সুযোগ এখানে যাতে থাকে সে জন্য আমরা জোর দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষক, কর্মকর্তা কর্মচারি ন্যুনতম সে সেবাটুকু যাতে পান। তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে প্রথমেই চিকিৎসকদের নিজেদের সুরক্ষা করেই চিকিৎসা সেবা দিতে হবে। অনেক চিকিৎসক, অনেক সার্ভিসে কর্মরত মানুষ নিজেদের জীবনকে বাজি রেখে করোনা ভাইরাস পরিস্থিতিতে লড়াই করে যাচ্ছেন, এটা সর্বোচ্চ মানবতা প্রদর্শন, মহৎ কাজ। ভিডিও কনফারেন্সে আলোচনার পর সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামসহ বেশকিছু চিকিৎসাসরঞ্জাম জরুরীভিত্তিতে ক্রয় করা হবে।

ইলেক্ট্রনিক থার্মমিটার, থার্মাল স্কানার, অক্সিমিটার, প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, পিপি, মাস্ক এবং ডিউটি রুমের পরিবেশ উন্নত করা প্রভৃতি এর মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট কমিটির সদস্য ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস, মেডিকেলসেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ কানিজ ফাহমিদা এবং সেন্টারের অন্যান্য চিকিৎসকবৃন্দ এসময় সংযুক্ত ছিলেন।

চিকিৎসকবৃন্দ কর্তৃপক্ষের নির্দেশনা ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের উদ্যোগকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে এ উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।