শনি ও রবিবার বিক্ষোভ ডেকেছে বিএনপি

2
Spread the love

ঢাকা অফিস

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) ও রবিবার (১৫ নভেম্বর) দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী, শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং রবিবার সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন যে, গতকাল (বৃহস্পতিবার) একেকটা সেন্টারের সামনে ২-৩-৪-৫শ’ করে বাইরে থেকে লোকজন এনে দাঁড় করে রেখেছে, যে-ই যাচ্ছে তাকে বের করে দেয় মেরে। এখানে নির্বাচনের নরমাল যে পদ্ধতি, এর কোনও কিছুর সুযোগ  নির্বাচন কমিশন বলুন, আর যারা দেশ চালাচ্ছে তারা রাখেনি। সবচেয়ে বড় কথা, পুলিশ এসব অপকর্মে সহযোগিতা করেছে।’

তার ভাষ্য, ‘আওয়ামী লীগ নানা মিথ্যাচার করবে এই নির্বাচনকে জাস্টিফাই করার জন্য। কিন্তু কোনোভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।’

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।