খননের সময় মিলল গ্রেনেড, বের হচ্ছিল ধোঁয়া

26
Spread the love


স্টাফ রিপোর্টার
খুলনার আড়ংঘাটা এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড পাওয়া গেছে। এর মধ্যে একটিতে আঘাত লাগার পর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে দুটি গ্রেনেডই নিষ্ক্রিয় করা হয়েছে।

বুধবার সকালে আড়ংঘাটার বীর মুক্তিযোদ্ধা নারায়ণ সর্দারের বাড়িতে খননের সময় দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। দুপুর আড়াইটায় র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে। গ্রেনেড দুটি মুক্তিযুদ্ধের সময়কালের বলে ধারণা করছে পুলিশ ও র্যাব।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সিংহ গণমাধ্যমকে জানান, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ সর্দারের বাড়িতে পাইলিং করতে গিয়ে শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পান। এর মধ্যে একটিতে শাবলের কোপ লাগায় ধোঁয়া বের হচ্ছিলো। পরে দ্রুত গ্রেনেড দুটি পানিভর্তি বালতিতে রেখে র্যাবকে খবর দেওয়া হয়। র্যাবের একটি দল গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে।