মহানগর দায়রা জজ আদালত: মাদক মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

1
Spread the love

স্টাফ রিপোর্টার

লবণচরা থানার মাদক মামলার এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দ-প্রাপ্ত আসামি হলেন নগরীর জিন্নাহ পাড়া ৮ম গলির আরিফ মোল্যার বাড়ির ভাড়াটিয়া মো. মোসলেম খানের ছেলে মো. ওবায়দুল খান (৩৫) রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি ওবায়দুল পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদী নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৩আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে জিন্নাহ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৮ম গলির আরিফ মোল্যার ভাড়াটিয়া বাড়ির সামনে থেকে ৫৪পিস ইয়াবাসহ ওবায়দুল খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকনাম হোসেন

বাদী হয়ে ওবায়দুল খানের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৫। ওই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদুল আমিন অশ্রু আদালতে ওবায়দুল খানের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট কেএম ইকবাল হোনের ও এপিপি এ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।