স্পোর্টস ডেস্ক।।
এল ক্লাসিকোতে হারের হতাশা ভুলে জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় এলচে’র বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।
৩-১ গোলের জয়ের দিনে প্রায় দুই মাস পর জালের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল।
রোববার (২ নভেম্বর) নিজেদের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে প্রতিপক্ষকে আতিথ্য দেয় বার্সা।
ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হারের হতাশা ভুলে এই ম্যাচে শুরুটা দারুণ করে কাতালানরা। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোলের লিড নিয়ে এলচে’কে কোণঠাসা করে ফেলে স্বাগতিকরা।
ম্যাচের ৯ মিনিটে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় থাকা লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। বালদের কাছ থেকে বল পেয়ে দুজনের মাঝে জোড়ালো শটে স্কোরলাইন ১-০ করেন এই ফরওয়ার্ড। আনন্দের রেশ না কাটতেই দুই মিনিট পর ফেরমিন লোপেজের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দিয়ে স্কোর লাইন ২-১ করেন রাফা মির।
দ্বিতীয়ার্ধের ১৬তম মিনিটে দারুণ এক গোলে বার্সারপক্ষে ব্যবধান আরও বাড়িয়ে নেন মার্কাস রাশফোর্ড। পরবর্তীতে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। তবে বার্সার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় এলচের ফরোয়ার্ড বাহিনী। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেও ফিরল হান্সি ফ্লিকের দল। অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
            
		









































