স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকা নারী দলকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।
বিশ্বকাপ জয়ের সুবাদে আইসিসির পক্ষ থেকে ভারতীয় দল পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকা। তবে এখানেই শেষ নয়-খুশির খবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)ও।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে জানান, বিশ্বচ্যাম্পিয়ন নারী দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। ফলে এক রাতেই প্রায় ১২৫ কোটি টাকা পকেটে এসেছে ভারতের নারী ক্রিকেটারদের।
দেবজিৎ সাইকিয়া আরও বলেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই নারী ক্রিকেটে বিপ্লব এসেছে। পুরুষ ও নারী ক্রিকেটারদের সমান বেতনের ব্যবস্থা করা হয়েছে। গত মাসে আইসিসিও মেয়েদের টুর্নামেন্টের প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়িয়েছে-আগে যেখানে পুরস্কার ছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ডলার।’
এবারের নারী বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা ইতিহাসে নারীদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের মধ্যে সর্বোচ্চ।
আইসিসির দেওয়া পুরস্কার অর্থের দিক থেকেও রেকর্ড গড়েছে ভারতীয় দল। মেয়েদের ফুটবলে ২০২৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পেয়েছিল ৫১ কোটি ৯৭ লাখ টাকা, অর্থাৎ ভারতের চেয়ে প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা কম।
এই জয়ের মাধ্যমে শুধু ইতিহাসই নয়, নারী ক্রিকেটের অর্থনৈতিক সম্ভাবনাতেও এক নতুন অধ্যায় রচনা করল হারমানপ্রীতের দল।
            
		









































