স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ট্রাভিস হেড ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না। তিনি এখন মনোযোগ দিচ্ছেন অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে, যার অংশ হিসেবে আগামী সপ্তাহে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে মাঠে নামবেন।
এটি হবে হেডের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথম প্রথম-শ্রেণির ম্যাচ। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটছে না তার-শেষ আট ইনিংসে (টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে) তার সর্বোচ্চ স্কোর মাত্র ৩১ রান, যদিও আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন দুর্দান্ত ১৪২ রান।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে পাঁচ নম্বরে হেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, বিশেষ করে তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল দলের গতি পরিবর্তনে সহায়ক হতে পারে। জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে চার দিনের একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত মূলত হেডের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল।
তার মাঠে নামার ফলে শেফিল্ড শিল্ডের আসন্ন রাউন্ডটি হবে তারকায় ঠাসা। এ সপ্তাহের শেষেই ঘোষিত হবে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড এবং বেশিরভাগ খেলোয়াড়ই ওই রাউন্ডে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
জশ হ্যাজলউড (দ্বিতীয় টি-টোয়েন্টির পর স্কোয়াড ছেড়েছেন) ও মিচেল স্টার্ক খেলবেন নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে, যেখানে দলের আক্রমণ নেতৃত্ব দেবেন নাথান লায়ন। শন অ্যাবট, যিনি হোবার্টে তৃতীয় ম্যাচের পর টি-টোয়েন্টি স্কোয়াড ছাড়বেন, তাকেও ওই দলে পাওয়া যাবে। এদিকে স্টিভেন স্মিথ গ্যাবায় কুইন্সল্যান্ডের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন।
ভিক্টোরিয়া পাবে স্কট বোল্যান্ডকে, যিনি মৌসুমের তৃতীয় শিল্ড ম্যাচে ফিরবেন। অন্যদিকে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন খেলবেন কুইন্সল্যান্ডের বিপক্ষে, যেখানে তিনি মৌসুমের প্রথম ম্যাচের পর আবার বোলিং শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
মার্নাস লাবুশেনও টেস্ট সিরিজের আগে আরেকটি ম্যাচ খেলতে আগ্রহী, আর ম্যাট রেনশ আছেন সম্ভাব্য ওপেনারদের আলোচনায়।
তাসমানিয়ার হয়ে বউ ওয়েবস্টার খেলবেন সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে হেডের পাশাপাশি থাকবেন অ্যালেক্স ক্যারি। দ্রুতগতির বোলার ব্রেন্ডন ডগেটও সেই ম্যাচে অংশ নেবেন।
এদিকে, লেগস্পিনার তানভির সাঙাকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে তিনি সোমবার কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়ান-ডে কাপ ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে পারেন। তিনি ছিলেন অ্যাডাম জাম্পার বিকল্প, যিনি দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় আছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরবেন শেষ দুই ম্যাচে (গোল্ড কোস্ট ও ব্রিসবেনে), তার পেশির চোট থেকে সেরে ওঠার পর।
বর্তমানে টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় রয়েছে।
            
		









































