ঢাকা অফিস।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমিনুল হক বাংলাদেশের কিংবদন্তি গোলরক্ষক। সর্বশেষ সাফজয়ী দলের গোলরক্ষক ছিলেন তিনি। এ ছাড়া তার অধিনায়কত্বে এস এ গেমস জেতে বাংলাদেশ।
ফুটবল থেকে অবসরের পর যোগ দেন বিএনপিতে। তারকা এ ফুটবলারকে দলের ক্রীড়া সম্পাদক করে বিএনপি। এরপর ভূমিকা রাখেন ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ শাখা বিএনপির আহ্বায়কের পদে রয়েছেন আমিনুল হক।
            
		









































