খুলনার ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

72
Spread the love

স্টাফ রিপোর্টার।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে খুলনার ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে ঘোষণা করা হবে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।

খুলনার ৫টি আসনে প্রার্থী হলেন যারা : খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনে আলী আসগার লবি ও খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পি।