স্টাফ রিপোর্টার।।
খুলনায় র্যাব-৬ এর পৃথক অভিযানে সোনাডাঙ্গা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপু এবং লবণচরা থেকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সোহেলকে গ্রেফতার হয়েছে। তারা তুরাগ ও মীরপুর থানার পৃথক ধর্ষণ মামলার আসামি।
শুক্রবার (৩০ জানুয়ারি) র্যাব ৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের নগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজের নিচ থেকে ডিএমপির তুরাগ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে (৩২) গ্রেফতার করা হয়। সে রাজধানী ঢাকার তুরাগ এলাকার নিবাসী। পাশাপাশি একই রাত ২টা ১০ মিনিটের দিকে অপর এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানাধীন পুরাতন গল্লামারী খোরশেদ নগর এলাকা থেকে মীরপুর মডেল থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপুকে গ্রেফতার করা হয়।
সে মীরপুর থানার মধ্য পীরেরবাগ এলাকার আব্দুল মজিদ তালুকদারের ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সোহেলকে রূপসা থানায় এবং ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকাম্মেল হক টিপুকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।










































