কে হচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী চেয়ারম্যান?

3


অনলাইন ডেস্ক।।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার হোয়াইট হাউস থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি প্রামাণ্যচিত্রের প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি তার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি।

তবে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ওয়ারশর সাথে ট্রাম্পের দীর্ঘ বৈঠকের পর থেকেই তার নাম নিশ্চিত হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

কেভিন ওয়ারশ এর আগে জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ফেডারেল রিজার্ভের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর্থিক বিশ্বে তার বেশ সুনাম রয়েছে। ট্রাম্পের পছন্দের তালিকায় ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট এবং ফেডারেল রিজার্ভের বর্তমান গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের মতো প্রভাবশালী ব্যক্তিরা থাকলেও শেষ পর্যন্ত ওয়ারশর ওপরই আস্থা রাখছেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের মতে, ওয়ারশর ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। উল্লেখ্য যে, ২০১৭ সালেও ট্রাম্প তাকে এই পদের জন্য বিবেচনা করেছিলেন, তবে সেবার তিনি জেরোম পাওয়েলকে বেছে নেন।

বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের সাথে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই বেশ অম্লমধুর। বিশেষ করে সুদের হার এবং মুদ্রানীতি নিয়ে ট্রাম্প বারবার প্রকাশ্যে পাওয়েলের সমালোচনা করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প একজন নতুন মুখ খুঁজছিলেন যিনি তার অর্থনৈতিক দর্শনের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। কেভিন ওয়ারশকে মনোনীত করার এই সিদ্ধান্তকে তাই মার্কিন অর্থনীতির জন্য একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: সিএনএন