হাসপাতাল ছেড়ে মার্টিন বললেন ‘আমি ফিরে এসেছি’

1
Spread the love


স্পোর্টস ডেস্ক

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। তবে সব আশঙ্কা পেছনে ফেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের সুস্থতার খবর জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মার্টিন।

৫৪ বছর বয়সী এই সাবেক ব্যাটার লিখেছেন, ‘আমাকে বলা হয়েছিল বেঁচে থাকার সম্ভাবনা ছিল ৫০–৫০। আট দিন কৃত্রিম কোমায় থাকার পর যখন জ্ঞান ফিরল, তখন আমি হাঁটতে বা কথাও বলতে পারছিলাম না। কিন্তু মাত্র চার দিন পরই-ডাক্তারদের বিস্মিত করে আমি হাঁটলাম, কথা বললাম এবং প্রমাণ করলাম কেন আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া উচিত।’

বক্সিং ডে-তে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুতই মার্টিনকে কৃত্রিম কোমায় নেওয়া হয়। শুরুতে তার অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে ৪ জানুয়ারি ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট জানান, গত ৪৮ ঘণ্টায় অবিশ্বাস্যভাবে পরিস্থিতির মোড় ঘুরে গেছে।

তিনি বলেন, ‘কোমা থেকে বের হওয়ার পর ডেমিয়েনে অসাধারণভাবে সাড়া দিয়েছে। তার পরিবারও মনে করছে, এটা যেন এক ধরনের অলৌকিক ঘটনা। এত দ্রুত উন্নতি হয়েছে যে চিকিৎসকেরা তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে মানসিকভাবে ভালো আছে এবং পাওয়া সমর্থনে আপ্লুত।’

শনিবার মার্টিন জানান, তিনি এখন বাড়িতে এবং ভালোই আছেন। তিনি লেখেন, ‘নিজের জীবনের নিয়ন্ত্রণ যেন আমার হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু এখন ঘরে ফিরতে পেরে দারুণ লাগছে-সমুদ্রতটে বালিতে পা রাখতে পারছি এবং যারা আমাকে ও আমার পরিবারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে শুরু করেছি।’

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্টিন আরও লেখেন, ‘এই পৃথিবীতে কত অসাধারণ মানুষ আছেন-অ্যাম্বুলেন্সের প্যারামেডিক থেকে শুরু করে হাসপাতালের ডাক্তার ও নার্স, পরিবার, বন্ধু এবং এমন মানুষও যাদের আমি চিনতাম না। গত তিন সপ্তাহে যেন আমি সবাইকে নতুন করে পেয়েছি, কিংবা তারা ভালোবাসা ও সমর্থনের বার্তা পাঠিয়ে আমার পাশে দাঁড়িয়েছে।’

মেনিনজাইটিসের সঙ্গে লড়াই জিতে ডেমিয়েন মার্টিনের এই প্রত্যাবর্তন ক্রিকেটবিশ্বে স্বস্তি ও আনন্দের বার্তা হয়ে এসেছে।