বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

1
Spread the love

স্পোর্টস ডেস্ক।।

বাংলা চ্যানেল সাঁতরে সফলভাবে পাড়ি দিয়েছেন ৩৫ জন সাঁতারু, যাদের মধ্যে ছিলেন দুই নারী। শনিবার কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ সাগরপথ অতিক্রম করতে সকালে শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকত থেকে যাত্রা শুরু করেন প্রতিযোগীরা। দুপুরের দিকে তারা সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে সাফল্যের সঙ্গে সাঁতার শেষ করেন।

ষড়জ অ্যাডভেঞ্চার নামের একটি সংগঠন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসব উপলক্ষে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।

সাবেক ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল সপ্তমবারের মতো বাংলা চ্যানেল জয় করলেন। এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী সাঁতারু এমএসটি সোহাগী আক্তারও।

এছাড়া ২০ বার বাংলা চ্যানেল অতিক্রম করেন অভিজ্ঞ সাঁতারু ও ‘ষড়জ অ্যাডভেঞ্চার’-এর প্রধান নির্বাহী লিপটন সরকার।