ওইয়ারসাবালের জোড়া গোলে স্পেনের দাপুটে জয়

4
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

ফর্মে থাকা স্ট্রাইকার মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে জর্জিয়াকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্পেন। এর ফলে নতুন জাতীয় রেকর্ড গড়েছে দলটি ও আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে।

তবিলিসিতে স্পেনের দুর্দান্ত জয় নিশ্চিত করেছেন মার্টিন সুবিমেন্দি ও ফেরান তোরেসও। গ্রুপ–ই এর পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে স্পেন এখন পর্যন্ত ১৯ গোল করেছে, বিপরীতে একটি গোলও হজম করেনি।

গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা তুরস্ক শনিবার বুলগেরিয়াকে ২-০ হারালেও স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে উঠতে তাদের স্পেনকে মঙ্গলবার সেভিয়ায় ৭-০ ব্যবধানে হারাতে হবে-যা প্রায় অসম্ভব।

লুইস দে লা ফুয়েন্তের দল টানা ৩০ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়েছে। ২০১০-১৩ সালের ভিসেন্তে দেল বস্কের স্বর্ণযুগের ২৯ ম্যাচের রেকর্ডকে তারা ছাড়িয়ে গেছে।

১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে স্কোরিং শুরু করেন ওইয়ারসাবাল।

আলেক্স বাইনার শট পোস্টে লেগে ফিরলেও ২২ মিনিটে ফাবিয়ান রুইজের দারুণ পাস থেকে সুবিমেন্দি ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান বাড়ান।

৩৫তম মিনিটে স্পেন আরও সহজে জর্জিয়ার রক্ষণভাগ ভেদ করে। বাইনার পাসে বল পেয়ে ওয়ারজাবাল ঠিক সময়মতো বল বাড়িয়ে দেন ফেরান তোরেসকে, যিনি সহজেই লক্ষ্যভেদ করেন।

৬৩তম মিনিটে আবারও জ্বলে ওঠেন ওইয়ারসাবাল। তোরেসের নিখুঁত ক্রস থেকে মাথা ছুঁইয়ে করেন নিজের অষ্টম গোল-শেষ আট ম্যাচে তার অষ্টম গোলই এটি।

এই বড় হার জর্জিয়ার প্লে-অফের ক্ষীণ আশা একেবারেই শেষ করে দিয়েছে।