স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জেতার পর দ্বিতীয় ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে। তবে তৃতীয় ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ২৭৫ রান করার পর টাইগার যুবাদের ১৭৩ রানেই গুটিয়ে দেয় আফগানরা। ১০২ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতা আনল তারা।
রাজশাহীতে বুধবার আফগানদের হয়ে সেঞ্চুরি করেন ফয়সাল। তার ১০৫ বলের ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ১৪ চারে। অধিনায়ক মাহবুব ৬ চারে অপরাজিত ৬৮ রান করেন। সঙ্গে বাকিদের টুকটাক অবদানে ২৭৫ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৪টি ছক্কা ও ৩টি চারে ৫০ বলে ৫২ রান করেন রিজান। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে কালাম খেলেন ১ ছক্কা ও ৮ চারে ৭১ রানের ইনিংস। এই দুইজনের জুটিতে আসে ৯৩ রান। এরপরই একের পর এক উইকেট হারিয়ে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
একই মাঠে চতুর্থ ওয়ানডে আগামী শুক্রবার।










































