শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে
।। খবর বিজ্ঞপ্তি।।
ঐতিহাসিক ৭ নভেম্বর াবপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা গতকাল ( ৫ নভেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর মহিলা দলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হালিমা আক্তার খানমের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ নভেম্বর বিকালে মহানগর বিএনপি অফিসে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে মহানগর মহিলা দলের উদ্যোগে মানব বন্ধন কর্মসুচি গ্রহন করা হয়।
সভা থেকে সদর থানা মহিলা দলের অর্ন্তগত ২৮নং ওয়ার্ডের ঘোষিত কমিটি থেকে ১০জন পদধারী সদস্যকে আলোচনা ছাড়াই বাদ দিয়ে নতুন ১০জন সদস্য করা ও ২৩নং ওয়ার্ডে পরীক্ষিত কর্মী কাকনকে কমিটিতে অর্ন্তভুক্ত করার নির্দেশ উপেক্ষা করে নিজস্ব লোকদের কমিটিতে অর্ন্তভুক্ত করার অভিযোগে অভিযুক্ত সদর থানা মহিলা দলের সভাপতি এড. জাহানারা পারভীনকে দলের শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ অভিযুক্ত করে তার সকল প্রকার কার্যক্রম স্থাগিত করার সিদ্ধাান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজিরা খাতুন, হাসনা হেনা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি, রোকেয়া ফারুক, সুলতানা পারভীন, রজনী, লাভলী ইসলাম, ওয়াহেদা পারভিন, রুমানা, বিউটি আক্তার, বিথী, হোসনেয়ারা চাদনী প্রমূখ।










































