খুলনায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

16
Spread the love


স্টাফ রিপোর্টার
নগরীতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন বান্দাবাজার ইব্রাহিমা মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে রাসেল জোরপূর্বক ওই যুবতীকে ধর্ষণ করে। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। রাসেল পুলিশ হেফাজতে রয়েছে।