বিনোদন ডেস্ক।।
বয়স ষাটের কোঠায় হলেও আজও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা তাকে দিয়েছে ‘এভারগ্রিন’ তকমা। তাই দেশের গণ্ডি পেরিয়ে কানাডাতেও তাকে নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। কিন্তু প্রথম শো-তেই সময়মতো না পৌঁছে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
আর এই দেরির কারণেই মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই কনসার্ট বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শক-অনুরাগীরা।
নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে মাধুরীর কানাডা শো-এর বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ক্ষিপ্ত দর্শকরা প্রশ্ন তুলেছেন- কারি কারি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? কারও কারও মন্তব্য, ‘ভীষণই খারাপ ব্যবস্থাপনা’ এবং ‘টাকা নষ্ট, সময়ের অপচয়।’
একজন বিরক্ত দর্শক কটাক্ষ করে লিখেছেন, ‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কেমন শো?’ অনেক দর্শক এই শো-কে ‘অত্যন্ত খারাপ’ আখ্যা দিয়ে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।
শুধু মাধুরী দীক্ষিত নয়, তার কানাডা কনসার্টের উদ্যোক্তারাও পড়েছেন চরম সমালোচনার মুখে। তাদের বিরুদ্ধেও অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।
প্রসঙ্গত, এই বিতর্ক নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ককে যেন উসকে দিল। মাধুরীর এই নীরবতা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।










































