৮৩ নতুন মুখসহ বিএনপির প্রার্থী তালিকায় আছেন ছাত্রনেতা ও ব্যবসায়ীরাও

7
Spread the love


খুলনাঞ্চল রিপোর্ট।।
নির্বাচনে বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা, তা নিয়ে জল্পনার অবসান হলো। তিনটি আসনে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলো বিএনপি। চেয়ারপারসনের পাশাপাশি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও তালিকায় রাখা হয়েছে। প্রথমবারের মতো প্রার্থী হবেন তিনি। তারেক রহমান ছাড়াও বিএনপি ঘোষিত ২৩৭ জন প্রার্থীর মধ্যে নতুন মুখ রয়েছে ৮৩ জন। সাবেক ছাত্র নেতা ও ব্যবসায়ীর পাশাপাশি দলটির সাবেক মন্ত্রী-এমপির সন্তানরাও রয়েছেন প্রার্থী তালিকায়।

ঘোষিত তালিকায় দেখা যায়, খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। তিনি এবারই প্রথম ভোটে দাঁড়াচ্ছেন। ১৯৯৬ সাল থেকে এ আসনে নির্বাচন করেছেন খালেদা জিয়া। গত নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ২০১৮ সালের নির্বাচনে গেলেও দণ্ড, মামলা ও কারাগারে থাকায় অনেক নেতা প্রার্থী হতে পারেননি। এই কারণে এবার দলের মনোনয়নে অনেক পরিবর্তন হয়েছে। ২৩৭টি আসনের প্রার্থীদের মধ্যে নতুন মুখ ৮৩ জন।

প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানী ঢাকার পাঁচ আসনে দেয়া হয়েছে নতুন মুখ। ঢাকা- ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৬ আসনে আমিনুল হক।

যশোর-৬ আসনে প্রথমবার মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। ভোলা-৪ আসন থেকে এবারই প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সাবেক ছাত্রনেতাদের মধ্যে খুলনা-৩ থেকে ধানের শীষের টিকিটি পেলেন রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ থেকে ধানের শীষের টিকিটি পেলেন ছাত্রদল নেতা আজিজুল বারী হেলাল, গোপালগঞ্জ-৩ এ এস এম জিলানী, সিরাজগঞ্জ-৫ এ আমিরুল ইসলাম খান আলীম। পাবনা-৪ আসনের প্রার্থী সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবীব।

ব্যবসায়ীদের মধ্যে অনেককে এবার মনোনয়ন দিয়েছে বিএনপি। ফেনী-৩ আসনে আব্দুল আউয়াল মিন্টু। মুন্সীগঞ্জ-১ গার্মেন্টস ব্যবসায়ী শেখ মো. আবদুল্লাহ। মুন্সীগঞ্জ-২ থেকে শিল্পপতি মিজানুর রহমান সিনহাও টিকিট পেয়েছেন। কুমিল্লা-৯ আসন থেকে বিএনপির প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী আবুল কালাম। বরিশাল-২ থেকে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এবং খুলনা-৫ থেকে মোহাম্মদ আলী আসগর লবি। এছাড়া বিজিএমইএ’র সভাপতি মাহমুদুল হাসান বাবু চুয়াডাঙ্গা-২ থেকে মনোনয়ন পেয়েছেন।


নতুন মুখের এই তালিকায় আরো আছেন ময়নমনসিংহ-১ এ সৈয়দ ইমরান সালেহ, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান, চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদসহ অনেকে।