সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এক প্রার্থীর নাম স্থগিত

3
Spread the love

ঢাকা অফিস।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে, ওই তালিকা প্রকাশের একদিন পর একটি আসনে এক প্রার্থীর নাম স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


এতে বলা হয়, সোমবারের সাংবাদিক সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণ বশত ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো