নোয়াখালী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত বহু

3
Spread the love


খুলনাঞ্চল রিপোর্ট।।
নোয়াখালী ও হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে নোয়াখালীতে ছয় জন এবং হবিগঞ্জে তিন জন নিহত হয়েছেন।

নোয়াখালী থেকে একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে জেলার কবিরহাট উপজেলার পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হন।

এসময় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই ছয় জনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে নিহতরা অটোরিকশার যাত্রী।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি জানিয়েছেন।

এদিকে হবিগঞ্জ জেলা একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, একই দিন দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এনা পরিবহন ও রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। এসময় গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে।