৫২-তে পা রাখলেন মৌসুমী

5
Spread the love


স্টাফ রিপোর্টার

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী। আজ তিনি ৫২-তে পা রাখলেন। এবারের জন্মদিনটিও তার কাটছে মার্কিন মুলুকে কাটছে। মা, মেয়ে ও বোনের সঙ্গে কাটিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমান এই নায়িকা৷ এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। এছাড়া গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রেই জন্মদিন পালন করেছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

জানা গেছে, মৌসুমী দেশে না থাকলেও তার স্বামী ও অভিনেতা ওমর সানী দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন। এ বিষয়ে সানী জানান, মৌসুমীর মা অসুস্থ। তার সেবা-যত্নের কারণেই আপাতত দেশে ফেরা সম্ভব হচ্ছে না মৌসুমীর। ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। একটা পর্যায়ে গিয়ে নাটকেও কাজ শুরু করে দেন।