স্পোর্টস ডেস্ক।।
জম্মু ও কাশ্মীরে আয়োজিত ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ নামে একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলতি সপ্তাহে একরকম ধসে পড়েছে। কারণ আয়োজকেরা হোটেলের বিল না দিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও থিসারা পেরেরা। পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটারদের একটি বড় অংশও। কিন্তু রবিবার থেকে ম্যাচ বন্ধ হয়ে যায় এবং প্রায় ৪০ জন খেলোয়াড় শ্রীনগরের একটি হোটেলে আটকে পড়েন, কোনো পারিশ্রমিক বা সুস্পষ্ট তথ্য ছাড়াই।
ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন। তারা হোটেল, খেলোয়াড় বা আম্পায়ার-কাউকেই অর্থ প্রদান করেননি। পরে আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি যাতে খেলোয়াড়রা অন্তত বাড়ি ফিরতে পারেন। এটা অত্যন্ত অন্যায়, ওদের পরিবার থেকে এত দূরে আটকে রাখা।’
দ্য রেসিডেন্সি হোটেলের কর্মীরা বলেন, এই টুর্নামেন্টকে জম্মু ও কাশ্মীরের জন্য একটি বড় আয়োজন হিসেবে প্রচার করা হয়েছিল। যেখানে আয়োজকেরা ১০ দিনের জন্য প্রায় ১৫০টি রুম বুক করেছিলেন।
এক কর্মকর্তা জানান, ‘তারা বলেছিলেন, ক্রিস গেইলের মতো তারকারা আসবেন, এতে কাশ্মীরের পর্যটনও উপকৃত হবে। কিন্তু রবিবার সকালে দেখি-তারা সব বকেয়া না মিটিয়েই উধাও।’
এদের মধ্যে কিছু খেলোয়াড়, বিশেষ করে গেইল শনিবারই আয়োজকদের অনিয়ম টের পেয়ে হোটেল ছেড়ে চলে যান।
সাবেক ভারতীয় ক্রিকেটার পরভেজ রাসুল জানান, কয়েকজন খেলোয়াড়কে ভ্রমণজনিত বিলম্বের মুখেও পড়তে হয়েছে।
তিনি বলেন, ‘একজন ইংলিশ আম্পায়ার এমনকি ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন।’
এই টুর্নামেন্টটি গত ১৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল, যা শুরুতে জম্মু ও কাশ্মীরে যথেষ্ট সাড়া ফেলেছিল। দলের পরামর্শক সুরিন্দর খান্না একে বলেছিলেন, ‘কাশ্মীরি তরুণদের জন্য এক সোনালী সুযোগ।’
তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘আমরা এখান থেকে পরের উমরান মালিক বা পরভেজ রাসুলকে খুঁজে বের করব।’
তবে বড় তারকার উপস্থিতিতে শুরুতে কিছু দর্শক টানলেও, পরে উপস্থিতি কমে যায়, যার ফলে টিকিটের দাম কমাতে হয়, স্পনসর সমস্যা দেখা দেয় এবং শেষ পর্যন্ত আর্থিক জটিলতায় ভেঙে পড়ে পুরো টুর্নামেন্টটি।










































