স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর লবণচড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলি বাড়ির জানালার কাচ ভেদ করে ভেতরে ঢুকে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লবণচড়া থানাধীন মুক্তোর হোসেন বাজারের লবণচড়া পুলিশ ফাঁড়ি লেন এলাকায় এ ঘটনা ঘটে। গুলি ছোড়া হয়েছে মো. ইমরানের (৩৫) বাড়িতে।
একই এলাকার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৪-৫ জন ব্যক্তি তার বাড়ির সামনে এসে দুই রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ।
লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
            
		









































