ডেঙ্গুর মৃত্যুতে কান্না বাড়ছেই: আরও ৬ প্রাণহানি

8
Spread the love


ঢাকা অফিস।।
ডেঙ্গু জ্বরের মৃত্যুতে প্রতিদিনই কান্না বাড়ছে দেশে। থামছেই না এর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশনে ৪ জন, দক্ষিণ সিটিতে একজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গুতে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৮৩ জন ডেঙ্গু রোগী।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, রংপুরে ১২ জন, সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৩ হাজার ৪১৪ জন। গত ১লা জানুয়ারি থেকে ২৭শে অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৬৬ হাজার ৪২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।