জমি দখলে বাধা, মা-ছেলেকে কুপিয়ে জখম

7
Spread the love


স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরায় জমি দখল নিয়ে বিরোধের জেরে মাুছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মুরাদুল ইসলাম সবুজ (৩০) ও তাঁর মা তহমিনা বেগম (৫০)। তারা ওই এলাকার মৃত মজিবর ফকিরের ছেলে ও স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, মুরাদুল ইসলামের বসতবাড়ির পাশে রাস্তার সাইডে প্রতিপক্ষরা জোরপূর্বক দুটি দোকান নির্মাণ করে দখল করে রেখেছে। সোমবার দুপুরে দোকানের পাশে থাকা গাছের ডাল কাটার সময় সবুজ তাদের নিষেধ করলে শাহরুল ফকির (৪০), হাবিবুর গাজী (৪৫), শাহরুলের স্ত্রী কাকলি, কবির শেখ ঈ আমানসহ ৮ু১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সবুজ ও তার মায়ের ওপর হামলা চালায়।
এ সময় মা-ছেলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সবুজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং তার মা তহমিনা বেগম বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের পরিবার জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই জমি দখল নিয়ে বিরোধ চলছে। দখলবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।