১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

2
Spread the love


স্পোর্টস ডেস্ক।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজরা উড়ন্ত সূচনার পর কিছুটা থেমে গেলেও শেষের ঝড়ে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছে।

আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে ৫৯ রান করে। অবশেষে সফরকারীদের শিবিরে প্রথম ধাক্কা দেন রিশাদ হোসেন। তিনি ২৭ বলে ৩৪ রান করা ওপেনার অ্যালিক অ্যাথানেজকে বোল্ড করেন।

এরপর ১৩তম ওভারে টানা দুই বলে জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। তিনি ব্র্যান্ডন কিংকে ৩৩ (৩৬ বলে) রানে ফেরানোর পর শেরফান রাদারফোর্ডকে শূন্য রানে উইকেটরক্ষক লিটনের ক্যাচ বানান।

খেলার মাঝের সময়ে উইন্ডিজ কিছুটা ধীর গতির ছিল। বিশেষ করে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান বল খেলতে বেগ পেতে হয়। তবে শেষ দিকে শাই হোপ ও রোভম্যান পাওয়েল ঝড় তোলেন। দলনেতা হোপ ২৮ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন। আর তানজিম হাসান সাকিবের ইনিংসের শেষ ওভারে টানা ৩টি ছক্কা হাঁকানো পাওয়েল ২৮ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনিও একটি চার ও ৩টি ছক্কা হাঁকান।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন ২টি ও রিশাদ একটি উইকেট দখল করেন।

এর আগে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে লিটন দাসের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। তার অধিনায়কত্বে আফগানদের ধবলধোলাইও করেছিল বাংলাদেশ। তবে সেই জাকেরের আজ একাদশে জায়গা হয়নি।

আজ ওয়েস্ট ইন্ডিজ ৬ জন স্বীকৃত বোলার নিয়ে খেলতে নামছে। তাদের মধ্যে দুজন পেস বোলিং অলরাউন্ডার-জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়ের ও জেডেন সিলস।